উত্তরদিনাজপুর

VIVO কোম্পানির মোবাইল ব্লাস্ট, পুড়ল কালিয়াগঞ্জের এক যুবকের পা

আমরা সচরাচর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি মোবাইল ফোন ফেটে আহত হচ্ছে মানুষ। এবারে সেটি বাস্তবে দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। সখের মোবাইল ফোন ফেটে আহত হল এক যুবক। ঘটনায় ওই যুবকের পায়ের একাংশ পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার শিমুলতলা এলাকায়।

    জানা যায়, দীপঙ্কর বোস এদিন নিজের বাড়িতে বসে নিত্যদিনের মত ফোনে প্রয়োজনীয় কথা বলে ফোনটি তার প্যান্টের পকেটে রেখে দেয়। কিছু সময় পড়ে প্যান্টের পকেটে বিকট আওয়াজ হবার পাশাপাশি প্যান্টের পকেট থেকে ধুয়া বের হতে থাকে। দীপঙ্কর ভয়ে ভয়ে তার প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটি বের করলে দেখা যায় সেটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফলে তার বা পায়ের কিছুটা অংশ পুড়ে যায় এবং যন্ত্রনায় ছটপট করতে থাকে। তড়িঘড়ি পরিবারের লোকেরা দীপঙ্করকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর দীপঙ্করকে ছেড়ে দেন চিকিৎসক। পরে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় শহর জুড়ে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

    এবিষয়ে আহত যুবক দীপঙ্কর বোস জানান, সে অনেক সখ করে বেশ কিছু দিন যাবত টাকা জমিয়ে শহরের একটি দোকান থেকে ১৮,৯৯৯ টাকা দিয়ে VIVO কোম্পানির V5-S মোবাইল ফোনটি কেনেন। তার সখের ফোনটি তার প্রাণ ঘাতক হয়ে পড়েছিল। পরে তিনি থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন। আগামীতে এই মোবাইল কোম্পানির বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতের দারস্ত হবেন বলে তিনি জানান।